Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মো: হাছান রফি রাজু , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১১৩২৯৪৮৮, মো: আহসান হাবিব, ইউপি সচিব, মোবাইল-০১৭১৭০২৪৬২০, মোঃ জুয়েল রানা উদ্যোক্তা, মোবাইল- ০১৮৬৪৪৩৯৭০৩ ধন্যবাদ...


পাঁচথুবী ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম সদর মহকুমার অধীনে বর্তমান আদর্শ সদর ও সদর দক্ষিণ এই দুই উপজেলার সমন্বয়ে পাঁচথুবী ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

পাঁচথুবী ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে পাঁচথুবী ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। রাধারমন সিংহ ও আশু সিংহ ছিলেন পাঁচথুবী গ্রামের ধর্নাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম। তারাই প্রথম পাঁচথুবী ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন। পাঁচথুবী ইউনিয়নটি আদর্শ সদর উপজেলার অন্যতম ব্যস্ততম একটি ইউনিয়ন। ২০১৬ সন এ জনাব মোঃ ইকবাল হোসেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন ফি বিনামূল্য। বাচ্ছার জন্মে এবং মৃত ব্যাক্তির মৃত্যুর সাথে সাথে আপনার নিকটস্থ গ্রাম পুলিশকে অবহিত করুন। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ।