Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মো: হাছান রফি রাজু , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১১৩২৯৪৮৮, মো: আহসান হাবিব, ইউপি সচিব, মোবাইল-০১৭১৭০২৪৬২০, মোঃ জুয়েল রানা উদ্যোক্তা, মোবাইল- ০১৮৬৪৪৩৯৭০৩ ধন্যবাদ...


খাল ও নদী

পাঁচথুবী ইউনিয়নের উল্লেখযোগ্য নদী হলো গোমতী নদী। গোমতী নদীর মাধ্যমে ইউনিয়নটি দ্বিখন্ডিত হয়েছে। নদীর দুই তীর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। এর উপর চাঁন্দপুর ব্রীজ অবস্থিত। গোমতীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। গোমতীর দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, ব্রা্হ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দাউদকান্দি হয়ে মিলেছে মেঘনার মোহনায়। এক সময় এ নদীই ছিল অত্র ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে গোমতী নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া যথন বেড়ী বাধ ছিলনা, এই গোমতী নদী বুড়িচং উপজেলা তথা কুমিল্লা জেলার দুঃখ হিসেবে বিবেচিত ছিল। বর্তমানে এই গোমতী নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।

জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন ফি বিনামূল্য। বাচ্ছার জন্মে এবং মৃত ব্যাক্তির মৃত্যুর সাথে সাথে আপনার নিকটস্থ গ্রাম পুলিশকে অবহিত করুন। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ।