যে কোন প্রশিক্ষনে অংশগ্রহন করতে হলে উলেস্নখিত যোগ্যতা সম্পন্ন হতে হবে ,শারিরীক যোগ্যতা ভাল হতে হবে।
১। বয়স- কমপক্ষ ১৮ বছর হতে ৩০ বছর হতে হবে।
২। শিক্ষা- কমপক্ষে নবম শ্রেনী রেজিস্ট্রেশনকারী হতে হবে।
৩।উচ্চতা- কমপক্ষে ৫ফুট ৪ ইঞ্চি হতে হবে। মহিলাদের জন্য ৫ফুট ০ ইঞ্চি হতে ৫ফুট ২ইঞ্চি হতে হবে।
কম্পিউটার মোবাইল ফোন মেরামত ও ওরক্ষনাবেক্ষন সেলাই প্রশিক্ষন , ড্রাইভিং প্রশিক্ষন ,মটর সাইকেল মেরামত ও রক্ষনাবেক্ষন,ইলেকট্রিশিয়ান ,ওয়েল্ডিং,সোয়েটার নিটিং প্রশিক্ষন ,হাসমুরগী পালন ও চিকিৎসা ,গবাদীপশু পালন ও চিকিৎসা ,মৎসচাষ প্রশিক্ষন ,কৃষি ইত্যাদি প্রশিক্ষনে অংশগ্রহন করতে হলে তাকে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা হতে হবে ।
আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋন গ্রহন করতে হলে ,অত্র সংগঠনের সদস্য/সদস্যা হতে হবে এবং উক্ত ব্যাংকের শেয়ার ক্রয় করতে হবে। দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত ঋন সহযোগিতা পাওয়া যায় । আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষন সনদ ৩য়,৪থ শ্রেণী সরকারী কর্মচারী নিয়োগে ১০% কোটা সংরক্ষন সুবিধা পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস